Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ঘটনাপুঞ্জ

ঘটনাপুঞ্জ : দেশে উপানুষ্ঠানিক শিক্ষার একটি স্থায়ী অবকাঠমো উন্নয়নের লক্ষে ১৯৯১ সালে সমন্বিত উপানুষ্ঠানিক  শিক্ষা বিস্তার কার্যক্রম  বাস্তবায়ন শুরু করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা কর্মসুচি  সঠিক ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ১৯৯২ সালে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে প্রাথমিক ও গণশিক্ষা বিভগ তৈরী করা হয়। এই বিভাগের তত্বাবধায়নে ১৯৯২-৯৭ সাল পর্যন্ত সাক্ষরতার ক্ষেত্রে দেশে অভুতপূর্ব সাফল্য লাভ করে যার ফলে ১৯৯৮ সালে সরকার ইউনোস্কো আন্তজার্তিক সাক্ষরতা পুরস্কার লাভ করে। সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ইনফেপ প্রকল্পকে স্থায়ী কাঠামোতে রূপ দেয়ার লক্ষে ১৯৯৫ সালের ৩ সেপ্টেম্বর উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তর সৃষ্টি করে। বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ২০০৩ সালে উপানুষ্ঠানিক শিক্ষা অধিদপ্তরকে অকার্যকর করা হয়। বর্তমানে স্থায়ী কাঠামো হিসাবে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো চলমান রয়েছে। যার মাধ্যমে সরকার নিরক্ষর জনগোষ্টিকে সাক্ষর তথা প্রদীপ্ত নাগরিক হিসাবে গড়ে তোলার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।